ঢাকা১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

আস-সুন্নাহর ত্রাণ কার্যক্রম দেখে অভিভূত ফিলিস্তিনি রাষ্ট্রদূত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

আস-সুন্নাহ ফাউন্ডেশন বরাবরই দুর্গত ও অসহায় মানুষের সেবা-সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে। চলমান বন্যা পরিস্থিতিতেও উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণে ব্যাপক ভূমিকা রাখছে সংগঠনটি।

আজ শুক্রবার (২৩ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। বন্যাদুর্গতদের জন্য আস-সুন্নাহর বিশাল কর্মযজ্ঞ দেখে তিনি অভিভূত হয়ে পড়েন।

এ সময় তিনি বাংলাদেশের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন। বলেন, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জন্য যে গভীর ভালোবাসা দেখিয়েছে, আপনাদের দুর্যোগে এর দায় কিছুটা হলেও আমি শোধ করব। আক্রান্তদের জন্য একটি সিম্বলিক সহায়তা প্রদানেরও আগ্রহ প্রকাশ করেন তিনি।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার এই মানবিক তৎপরতা মুসলিম ভ্রাতৃত্বের উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। আমরা তার প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। বিদায়ের আগে তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের নির্ধারিত স্থানও পরিদর্শন করেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের নানামুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে আস-সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স। এই কমপ্লেক্সে মসজিদসহ আরও থাকবে একটি আধুনিক মাদরাসা, বিনামূল্যে চিকিৎসাকেন্দ্র ও উচ্চতর ইসলামি গবেষণাকেন্দ্র।