ইউক্রেনে এখন পর্যন্ত চার হাজার ৭০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। গতকাল রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। সিএনএনের এক লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, আজকে পূর্নমাত্রার যুদ্ধের ২৭০তম দিন। রাশিয়া ৪ হাজার ৭০০ এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইউক্রেনের এই প্রেসিডেন্ট আরও বলেন, শত শত শহর পুড়ে অঙ্গার হয়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া কয়েক লাখ লোককে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসিত। যুদ্ধ থেকে বাঁচতে লাখ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে জেলেনস্কি বলেন, ইউক্রেনের শান্তি ফর্মুলা খুবই স্পষ্ট। প্রতিটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হয়েছে।
চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৭১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।