ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ইতালীয় দ্বীপে ভূমিধসে নিখোঁজ ১৩

জনবার্তা প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইতালীয় দ্বীপ ইসচিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হয়েছেন। শনিবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। 

দেশটির ফায়ার সার্ভিস বলছে, দ্বীপের উত্তরে ক্যাসামিকিওলা টারমে ভূমিধস একটি পুরো বাড়ি গ্রাস করেছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান করা হচ্ছে। খবর এএফপি’র।

বার্তা সংস্থা আনসা জানায়, ভূমিধসের কাছাকাছি এলাকায় নবজাতকসহ একটি পরিবার বসবাস করতো। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ভূমিধসের কাদার শ্রোত সেখানে থাকা গাড়িগুলোকে পাহাড়ের নিচে টেনে নিয়ে গেছে, অন্তত একটি গাড়ি সমুদ্রে ভেসে গেলে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রাখতে নেপলস উপকূলের দূরবর্তী ইসচিয়ার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।