ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

একাত্তর টিভির মিথিলা ফারজানার নিয়োগ বাতিল

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৮, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে সদ্য নিযুক্ত মোবাশ্বিরা ফারজানা মিথিলার (মিথিলা ফারজানা) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তিনি আগে একাত্তর টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাশ্বিরা ফারজানা মিথিলা ছাড়াও কানাডার অটোয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর অপর্ণা রাণী পালের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদও বাতিল করা হয়।

২০২৩ সালের ৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক ও কাউন্সেলর হিসেবে মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল।