ঢাকা১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচা দুধ খাওয়ার অপকারিতা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
জুলাই ৩০, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

দুধকে আদর্শ খাবার বলা হয়। কারণ খাদ্যের ছয়টি পুষ্টি উপাদান কার্বোহাইড্রেট (শর্করা), প্রোটিন (আমিষ), ফ্যাট (স্নেহ), মিনারেল (খনিজ উপাদান), ভিটামিন ও পানি-সবই দুধে থাকে। সুস্থ থাকার জন্য যেসব খাবার নিয়মিত খেতে হবে, তার মধ্যে একটি হলো দুধ।

অনেকে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেয়ে থাকেন। নানা পুষ্টিগুণে ভরা দুধ খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা। তবে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেলে কি সত্যি উপকার মেলে? নাকি লাভের আশায় খেতে গিয়ে ক্ষতিই হয় বেশি? চলুন তবে জেনে নেয়া যাক কাঁচা দুধ খাওয়ার অপকারিতা সম্পর্কে-

দুধের উপকারিতা
দুধের উপকারিতা অনেক। ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন বি, পটাসিয়াম এবং ভিটামিন ডি এর মতো পুষ্টিতে ভরা হলো দুধ। এটি প্রোটিনের একটি ভালো উৎস। দুধ খেলে তা হাড়ের স্বাস্থ্য, কোষ এবং টিস্যু পুনর্জন্ম, মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করে। সেইসঙ্গে এটি পেশির কার্যকারিতা এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে সেজন্য দুধ খেতে হবে সঠিক উপায়ে।

কাঁচা দুধের ক্ষতিকর দিক
দুধ পানের সঠিক উপায় সবার ক্ষেত্রে এক নাও হতে পারে। অনেকে আবার কাঁচা দুধ খেতে পছন্দ করেন। কিন্তু কাঁচা দুধ খাওয়া কি নিরাপদ? বিভিন্ন দেশে কাঁচা দুধকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ মনে করা হয়। তবে সেই ধারণা অনেকটাই বদলে গেছে। এখন আর কাঁচা দুধ পান করাকে নিরাপদ মনে করা হয় না। কারণ এতে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে, যা স্বাস্থ্য এবং হজমের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। এটি অনেক সময় বমি বমি ভাব, হজমজনিত রোগের কারণ হতে পারে।

কাঁচা দুধ কি স্বাস্থ্যকর?
কাঁচা দুধ স্বাস্থ্যকর এমনটা বিশ্বাস করেই খাওয়া হয়। দুধে থাকে এনজাইম, এটি স্বাস্থ্যকর প্রোটিনে ভরা। আমাদের শরীর দুধ থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করে। এদিকে দুধে থাকা জীবাণু এবং ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য ফুটিয়ে খাওয়া হয়।