ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৬, আহত ১৩

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:০০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। দক্ষিণ কাবুলের শহরতলি এলাকা কালা বখতিয়ারে এ ঘটনায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পুলিশের মুখপাত্র খালিদ জারদান জানান, মৃতদের মধ্যে একজন নারী। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

‘একজন আত্মঘাতী’ বোমার বিস্ফোরণ ঘটায় জানিয়ে তিনি বলেন, এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার করেনি। তদন্ত চলছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমলেও একেবারে বন্ধ হয়নি। তালেবান জানিয়েছে, তারা নিরাপত্তার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। তবে এ ধরনের হামলার ঘটনায় তথ্য দিতে কর্তৃপক্ষ দেরি করে বলে অভিযোগ আছে।

অতীতে আইএস সন্ত্রাসীরা আফগানিস্তানে দেশজুড়ে স্কুল, হাসপাতাল ও অন্য জায়গা টার্গেট করে হামলা চালিয়েছে । সেই সন্ত্রাসী গোষ্ঠী এখনো তৎপর বলে অভিযোগ আছে।