ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় থানা থেকে লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১২, ২০২৪ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সময় কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮টি অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে আনসার ভিডিপি।

আনসার ভিডিপির কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে এগুলো কুমিল্লা পুলিশ লাইনসে জমা দেওয়া হবে।

আজ সোমবার (১২ আগস্ট) আনসার জেলা অফিস সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্ট কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইনস থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে।

ইতোমধ্যে কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।

আনসার ভিডিপির কুমিল্লা জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান জানান, ‘পরিত্যক্ত অবস্থায় ড্রেনের ভেতর, বন-জঙ্গলে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান, শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে।