খুলনায় বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক দুই এমপিসহ ৭৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ আগস্ট) নগরীর ৭নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে মো. ইলিয়াস শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন।
খালিশপুর থানা পুলিশের ওসি (তদন্ত) আশীষ মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আশরাফ, নগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনসহ ৭৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়েছে।