ঢাকা১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৩, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

জোয়ারের অতিরিক্ত পানির চাপে ভদ্রা নদীর খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের কালিনগর এলাকার ওয়াপদার বাঁধ ভেঙে সেখানকার ২২নং পোল্ডার এলাকা প্লাবিত হয়েছে। এতে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতির পাশাপাশি ভেসে গেছে বহু মাছের ঘের ও আমনের বীজতলা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জোয়ারে ভদ্রা নদীর অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের কালিনগর বাওয়ালি বাড়ির দক্ষিণ পাশে আম্ফানের ক্ষতিগ্রস্ত প্রায় ৩শ’ ফুটের বেশি এলাকা জুড়ে ওয়াপদার বাঁধ (রাস্তা) ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। ভাঙ্গনে সেখানকার কালিনগর, হরিনখোলা, দারুণমল্লিক গ্রাম প্লাবিত হয়েছে।

এতে সদ্য রোপণকৃত ধান ও বীজতলাসহ বাড়ি-ঘর তলিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা নাগাদ পুরো ২২নং পোল্ডার এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানান।

দেলুটি ইউনিয়নের দারুণ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি মোহন সরকার জানান, এলাকাবাসীর সহায়তায় বাঁধ মেরামতের চেষ্টা করেও প্রবল পানির তোড়ে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, দুপুরে জোয়ারের সময় কালীনগর গ্রামে প্রায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর জোয়ারের পানি আশপাশের গ্রামগুলোতে প্রবেশ করে। পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকার নদীতে জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট বেড়েছে। সে কারণে দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটার কয়েকটি স্থানে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেগুলোও দ্রুত মেরামত কাজ শুরু করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিন জোয়ারের পানির উচ্চতা বেশি থাকবে। বেড়িবাঁধ মেরামতে পুরোদমে কাজ চলছে।