ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেলের নামে চাঁদাবাজি মামলা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই, বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের বিরুদ্ধে হত্যার হুমকি ও চাঁদাবাজি মামলা হয়েছে। মঙ্গলবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম এ মামলা দায়ের করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে সোনাডাঙ্গা থানার ওসিকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী এস এম মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, হত্যার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২৩ এপ্রিল ঠিকাদার শহিদুল ইসলামকে নগরীর শেরে বাংলা রোডের শেখ বাড়িতে ডেকে নিয়ে আসামি শেখ সোহেল পিস্তল দিয়ে গুলি করার হুমকি দিয়ে ৬০ লাখ টাকা চাঁদা দাবি করে। একই সাথে এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে দুদকে অভিযোগ করার ঘটনায় শহিদুল ইসলামকে হত্যার হুমকি দেয়া হয়। দুদকে দেয়া ওই অভিযোগ মিটমাট করতে এক কোটি টাকা লাগবে জানিয়ে তাকে ৬০ লাখ টাকা দিতে বলা হয়। হুমকির মুখে তিনি ৬০ লাখ টাকা দিতে বাধ্য হন। পরে এ নিয়ে বাড়াবাড়ি করলে হত্যার পর লাশ চিতলমারীর বিলে ফেলে দেয়ার হুমকি দেয়া হয়।

আইনজীবী এস এম মাসুদুর রহমান জানান, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৩, ৩৮৪, ৩৮৭, ৩৮৮, ৩৮৯ ও ৫০৬ ধারায় মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে। মামলায় ৪/৫ জন অজ্ঞাতানামা আসামি রয়েছেন।