বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবর্তমানে একজন ডেপুটি গভর্নরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করায় ডেপুটি গভর্নর নূরুন নাহারকে আজ থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্রীয় ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
ওই আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।
এতে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।