পটুয়াখালীর বাউফলে (৪৫) বছরের এক বিধবা কে গণধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের পূর্ব ভরিপাশা গ্রামে এঘটনা ঘটে। শনিবার (২১ মে) দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ধর্ষিতা ঐ বিধবা ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি ঐ বিধবার ঘরে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
শনিবার বিকেল ৫ টায় ওই বিধবা বাউফল থানায় উপস্থিত হয়ে তাকে ধর্ষণের অভিযোগ করেন। ধর্ষিতার ছেলে অভিযোগ করেন ধর্ষণকারীদের তার মা চিনতে পারলেও রহস্যজনক কারনে পুলিশ এজাহারে তাদের নাম অন্তর্ভুক্ত করেননি।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, এ ঘটনায় শনিবার দিবাগত রাত ১২ টার পরে ৪-৫ জন ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা রুজু হয়েছে। ধর্ষিতাকে রবিবার মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।