ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

চুল পেকেছে ত্রিশের আগেই, এই পানীয়তেই সমাধান

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১১, ২০২৩ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

বয়স এখনো তিরিশের কোঠা পার করেনি। অথচ মাথাভর্তি উঁকি মারছে সাদা চুল। বয়স বাড়লে চুল পাকবে—এটিই স্বাভাবিক। প্রকৃতির নিয়ম। কিন্তু যদি নির্ধারিত সময়ের আগেই চুলে অকালপক্বতা দেখা দেয় তবে তা অস্বস্তির কারণ হতে পারে।

চুল পাকার বিষয়টি কিছুটা বংশগত। তবে পুরোটা নয়। অত্যধিক কাজের চাপ, মানসিক উদ্বেগ, চিন্তা, অতিরিক্ত খাবার খাওয়া ইত্যাদি কারণে কম বয়সে চুল পেকে যায়।

কম বয়সে কেন চুল পেকে যাচ্ছে, সেই কারণ খুঁজতে না বসে বরং সমাধানের পথ খুঁজুন। এই সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখতে পারেন একটি জাদুকরি পানীয়তে। এই পানীয় চুলের রঙ তো ফেরাবেই। সেসঙ্গে যত্ন নেবে চুলের। কী সেই পানীয়? কী ভাবেই বা বানাবেন? চলুন জানা যাক-

এই পানীয় তৈরি করতে যেসব উপকরণ লাগবে

তিসির বীজ- ১ কাপ
পাতিলেবু- ৫টি
রসুন- ৫ কোয়া
মধু- ১ কাপ

প্রণালি

সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি কাচের বোতলে ভরে রাখুন। রোজ দু’বেলা খাওয়ার ঘণ্টাখানেক আগে এক চামচ করে এই পানীয় খান। নিয়মিত খেলে সুফল পাবেন। এই পানীয় খেলে চুলে সহজে পাক ধরতে পারবে না।