ঢাকা২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কমিটি গঠন : বঞ্চিত ২৫০০ কর্মকর্তার আবেদন, পাবেন ক্ষতিপূরণ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৬, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

পদোন্নতি এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ কর্মকর্তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সিনিয়র সচিব মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মোখলেস উর রহমান বলেন, আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে বঞ্চিতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

জনপ্রশাসন সচিব বলেন, ২০০৯ থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনে বঞ্চিত হয়েছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, এখন পর্যন্ত প্রশাসনে বঞ্চিতদের আড়াই হাজার আবেদন জমা হয়েছে। তিন মাসের মধ্যে কমিটি এ তালিকা জমা দেবে।

সবার আগে আর্থিক ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করা হবে বলে জানান ড. মো. মোখলেস উর রহমান।

তিনি বলেন, পরে যারা এখনও কর্মক্ষম কিন্তু চাকরি চলে গেছে তাদের ফিরিয়ে আনা হবে।