পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম টেস্ট জয়ে টাইগারদের চোখ এখন সিরিজ জয়ের দিকে। যেটি আজ বাংলাদেশ সময় সকাল ১১ টায় হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। তবে বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভেসে গেছে। দিনের বাকি সময়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই প্রথম সেশন শেষ হওয়ার পরই ঘোষণা দেওয়া হয় প্রথম দিনের খেলা পরিত্যক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট। যেখানে টসটাও করা যায়নি দ্বিতীয় টেস্টের।
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিন থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, দ্বিতীয় টেস্টের প্রথম দিন রয়েছে ঝড়ের শঙ্কা। হতে পারে প্রবল বৃষ্টিপাত। সত্যিই তাই। শেষ পর্যন্ত বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট। বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি প্রথম দিনের খেলা। এদিকে আবহাওয়া বলছে কালকেও অনুকূলে থাকার কথা নয়।
২৩ বছর অপেক্ষার পর অবশেষে পাকিস্তানকে টেস্টে হারাতে পেরেছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটের স্মরণীয় সে জয়ের পর এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। সেটি করতে গেলে অবশ্য দ্বিতীয় টেস্ট ড্র করলেই চলবে বাংলাদেশকে। প্রথম টেস্টের মতো এবারও ভেন্যু ওই রাওয়ালপিন্ডি। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে দল নিয়ে আত্মবিশ্বাসী। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি।’