ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির অফিসে অভিযান

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

স্বর্ণ-হিরা চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দীলিপ কুমার আগরওয়ালার গুলশানের অফিসে অভিযান চলছে। তার অফিস ঘিরে রেখেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ অভিযান শুরু হয়। তবে তাকে সেখানে পাওয়া যায়নি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলশানের এই অফিসে দীলিপ কুমার আগরওয়ালাকে পাওয়া না গেলেও অফিসের ভেতর কী কী রয়েছে, তা খতিয়ে দেখতে তল্লাশি হচ্ছে।

এর আগে, এদিন ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম।

সিআইডি জানায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচারের অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া, প্রতারণা ও জালিয়াতি করে বিভিন্ন জেলায় নামমাত্র শোরুমের মাধ্যমে প্রকৃত ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরোকে ডায়মন্ড বলে বিক্রি করা হতো বলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অভিযোগও উঠেছে।