ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি বন্ধের বিষয়ে মনোযোগ দেব: উপদেষ্টা হাসান আরিফ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১১, ২০২৪ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্থানীয় সরকারে কাজগুলোকে চ্যালেঞ্জ মনে না করলেও এর সঙ্গে দুর্নীতি হওয়ার প্রবণতা বেশি বলে দাবি করেছেন অন্তর্র্বতীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। তাই দুর্নীতি বন্ধের বিষয়ে মনোযোগ দিয়ে কাজ শুরু করার কথা বলেছেন তিনি।

রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দফতরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন এই জ্যেষ্ঠ আইনজীবী।

এ সময় তিনি বলেন, আমাদের এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি, তাই এই সরকারের পুরো কাজটিই চ্যালেঞ্জের। আমাদের অন্যতম দায়িত্ব হলো একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা।

হাসান আরিফ বলেন, নিজে একজন আইনজ্ঞ হওয়ার কারণে কোনো মন্ত্রণালয়ের কাজই তার কাছে বিশেষ ভিন্নতা কিছু নয়। তবে, কেন স্থানীয় সরকারের কাজে এত বেশি মামলা সংঘটিত হয়, তা নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি।

অন্তর্র্বতীকালীন সরকারের মেয়াদ কতদিনের হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে।