ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়— এমন ব্যবস্থা চায় বিএনপি

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিগত দিনের অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত প্রেক্ষাপটে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি জোরালো হয়েছে এরই মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে এই দাবির কথা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে এই দাবির পক্ষে সমর্থন দিল দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও।

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের সমর্থনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ভবিষ্যতে এ দেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায়। আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায়, রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী–গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায়। এমন ব্যবস্থা রাখতে চায়, যাতে কেউ যেন পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে।’

আজ রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময়কালে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরেন তারেক রহমান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূলের নেতা–কর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন তারেক রহমান। এর অংশ হিসেবে আজ এই সভার আয়োজন করা হয়। নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ, পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে।’

তিনি বলেন, ‘এত দিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ। আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম। এখন ওরা ছাড়াও চারদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ। এদের অবস্থান অন্ধকারে, সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবিলায়।’

নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালোবাসা। এ দেশের মানুষের প্রাণঢালা ভালোবাসা আর আস্থাই বিএনপির একমাত্র শক্তি। জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে, কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না। আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয়, তাহলে সে যত বড়ই হোক, দল তাকে বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না।’

এদিকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসানের পর ভিন্ন এক প্রেক্ষাপটে এবার দিবসটি উদ্‌যাপন করেছে বিএনপি। বন্যা পরিস্থিতির কারণে ঘোষিত পাঁচ দিনের কর্মসূচি সংক্ষিপ্ত করে আজ শুধু প্রতিষ্ঠার দিনটিতেই উদ্‌যাপন সীমাবদ্ধ রাখে দলটি। এদিন রাজধানীসহ সারা দেশে দলটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শুরু হয়। বাদ জোহর রাজধানীসহ সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। বন্যা এবং ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অত্যন্ত আনন্দের দিন। ৪৬ বছর পর্যন্ত আমরা এই দলকে (বিএনপি) সবাই মিলে ঐক্যবদ্ধভাবে টিকিয়ে রেখেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, হাসিনার সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আসুন, আমরা এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করি।’

তিনি বলেন, ‘গত ৪৬ বছরে বিএনপির যে অর্জন, তা নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। গত ১৫ বছরে আমরা যে সংগ্রাম করেছি, তা ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, সব সময় প্রবহমান আছে। এখানে কখন কে আসল, কে বাইরে গেল, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো ব্যাহত হয় না।’

‘চক্রান্ত এখনো শেষ হয়নি’ মন্তব্য করে গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন ফখরুল। তিনি বলেন, ‘চক্রান্ত চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিভিন্নভাবে আখ্যায়িত করে কৃতিত্ব নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের এই সংগ্রাম অবশ্যই চলবে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান হয়। এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির নেতা–কর্মীরা এবার দারুণ উজ্জীবিত। ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকালে চন্দ্রিমা উদ্যানেও এর প্রতিফলন লক্ষ করা গেছে। সেখানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতা-কর্মী ও সমর্থকদের ঢল নামে। হাতে রঙিন ব্যানার, মাথায় বিএনপির পতাকা বেঁধে নিয়ে এসেছিলেন তাঁরা। তাঁদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘যেকোনো বালাই আসুক না কেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠিত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা (বিএনপি) কাজ করে যাব।’

এদিকে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার সকালে ফেসবুক পেজে লাইভে এসে দলের নেতা–কর্মীসহ দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত।’

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।’

তারেক রহমান আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের দল বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। দীর্ঘমেয়াদি রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।’