ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৫, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

ড্র’য়ের পথেই এগিয়ে যাচ্ছিল রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু নাহিদ রানা, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজের নৈপুণ্যের সামনে প্রথম ইনিংসে ৪৪৮ রান তোলা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করে মাত্র ১৪৬ রান। ফলে প্রথম ইনিংসে ৫৬৫ রান করা বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩০ রানের। দশ উইকেট হাতে রেখেই লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। জাকির হাসান ১৫ এবং সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন। বিদেশের মাটিতে এটি বাংলাদেশের সপ্তম জয়, পাকিস্তানের মাটিতে প্রথম।

এক উইকেটের বিনিময়ে ২৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। শুরুটা ভালো করতে পারেনি তারা। দিনের দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন হাসান মাহমুদ। তার অফ স্টাম্পের একটু বাইরের বলে খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে ক্যাচ দেন শান মাসুদ। শুরুতে অবশ্য আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিয়ে দেখা যায় বল ব্যাটের কানা স্পর্শ করে। ৩৭ বলে ১৪ রান করা মাসুদকে বিদায় করেন হাসান।

পরের ওভারে আবারও উইকেট নিতে পারত বাংলাদেশ। শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে সহজ ক্যাচ দেন বাবর আজম, যা লুফে নিতে ব্যর্থ হন লিটন। ২৮ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান ২৯ রানে তৃতীয় উইকেট হারাতে পারত, বাবর ফিরতে পারতেন শূন্য রানে।

আবদুল্লাহ শফিকের সঙ্গে প্রতিরোধ গড়েও বেশীক্ষণ টিকতে পারেননি বাবর আজম। নাহিদ রানার ১৪৬ কিমি গতিবেগের বলে বোল্ড হয়ে যান নাহিদ। অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন বাবর।

তবে টাইমিং মিস করায় ব‍্যাটের কানায় লেগে বলটি আঘাত হানে লেগ স্টাম্পে। ফেরার আগে ৫০ বলে ২২ রান করেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পিংয়ের শিকার হন সাউদ শাকিল। প্রথম ইনিংসে ১৪১ রান করা এই ক্রিকেটার টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরলেন। ৬৭ রানে চতুর্থ উইকেট হারাল পাকিস্তান ।

শুরু থেকেই বেশ দৃঢ়তার সঙ্গে খেলছিলেন শফিক। যদিও পাকিস্তান যখন বাংলাদেশ থেকে ১৩ রান পিছিয়ে তখনই সাকিবের বলে ফিরে যান তিনি। বাঁহাতি এই স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল বেরিয়ে এসে মারতে গিয়ে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ক‍্যাচ তুলে দেন শফিক।

ক‍্যাচটি তালুবন্দী করতে ভুল করেননি সাদমান ইসলাম। ফেরার আগে ৮৬ বলে তিনটি চারে ৩৭ রান করেন শফিক। মধ্যাহ্নভোজের বিরতির আগে পাকিস্তানের ইনিংসে আবারও আঘাত হানেন মিরাজ। সাকিব দুই উইকেট নেয়ার পর আঘা সালমানকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মিরাজ।

তার বলে স্লিপে ক্যাচ তুলে দেন সালমান। দারুণ একটি ক্যাচ লুফে নেন সাদমান ইসলাম। ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। মধ্যাহ্নভোজ বিরতি থেকেই ফিরেই উইকেট নেন মিরাজ। দুই রান করা শাহীন শাহ আফ্রিদিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেছেন তিনি। ফলে ১১১ রানে সপ্তম উইকেট হারালো পাকিস্তান।

অন্যান্য ব্যাটারদের যাওয়া-আসার মাঝে একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিলেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা এই উইকেটরক্ষক। যদিও হাফ সেঞ্চুরির পর বেশীক্ষণ টিকতে পারেননি রিজওয়ান।

অফস্টাম্পের বাইরের গুড লেংথের ডেলিভারিটি সুইপ করতে গিয়ে ইনসাইড এজ হয়ে ফিরে যান রিজওয়ান। একটু পর শেষ উইকেট হিসেবে বিদায় নেন মোহাম্মদ আলীও। শূন্য রানে তাকে বিদায় করে নিজের চতুর্থ উইকেট পূরণ করেন মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (প্রথম ইনিংস)- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)।

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৫৬৫/১০ (১৬৭.৫ ওভার) (সাদমান ৯৩, মুমিনুল ৫০, জাকির ১২, শান্ত ১৬, সাকিব ১৫, মুশফিকুর ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭; নাসিম ৩/৯৩, আফ্রিদি ২/৮৮)।

পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ১৪৬/১০ (৫২.২ ওভার) (সাইম ১, শফিক ৩৭, মাসুদ ১৪, বাবর ২২, শাকিল ০, রিজওয়ান ৫১, সালমান ০, আফ্রিদি ২, নাসিম ৩, শাহজাদ ৫, আলী ০; মিরাজ ৪/২১, সাকিব ৩/৪৪)।

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) (লক্ষ্য ৩০ রান)- ৩০/০ (জাকির ১৫*, সাদমান ৯*)