হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। একইসঙ্গে দুর্গাপূজার ছুটি বাড়িয়ে দুই থেকে তিন দিন করার জন্য সুপারিশ করার কথাও জানান তিনি।
আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংখ্যালঘুদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, ‘এখন থেকে দুর্গাপূজায় তিনদিন বা দুই দিন ছুটির ব্যবস্থার বিষয়ে সুপারিশ করা হবে। সংখ্যালঘুদের পক্ষ থেকে এমন দাবির পর তা নিয়ে ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার পক্ষ থেকে মন্ত্রণালয়কে আমি স্ট্রংলি সুপারিশ করব, যাতে তিন দিনের ছুটি হয়। তিন দিন না হলেও যাতে মিনিমাম দুই দিন ছুটি হয়। একদিন ছুটি হলে তারা আগের দিন যান ফলে ঠিকমতো চাকরিও করতে পারেন না। আমার মনে হয় এটা জেনুইন ব্যাপার, ইনজেনুইন ব্যাপার না।’
সাখাওয়াত হোসেন বলেন, ‘ওনারা অনেক দাবিদাওয়া দিয়েছেন। এগুলো অনেক পুরোনো। নতুন বিষয় নয়। তারা আমার কাছে এটুকু প্রমিস করেছেন যারা বুঝে না বুঝে আন্দোলন করে এক প্রকার প্রচার করছেন সেটা সঠিক নয়। আমিও প্রমিস করেছি। আমি মনে করি দুর্গাপূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কোথায়। আমিতো ডিসিশন মেকার না, বিষয়টি সচিব মহোদয়কে বলেছি। এগুলো নোট করতে বলেছি। পরে মিটিং হলে এখন যেগুলো করা যায় তাই হবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু শব্দ ব্যবহার করবেন না। আপনি বলেন আমি ভিন্ন ধর্মের লোক। সংখ্যালঘু সংখ্যাগুরু করতে করতে আমরা এটাকে কেমন জানি বানিয়ে দিয়েছি।’
সারাদেশে যারা সংখ্যালঘুদের বাড়ি ও মন্দিরে হামলা করেছে তাদের খুঁজে বের করা হবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশ্যে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনি আসেন, আপনার দেশ। ২১ বছর প্রধানমন্ত্রিত্ব করেছেন। আপনি তো স্বেচ্ছায় গেছেন। চলে গেছেন আবার আসেন। আমরা আপনাকে শ্রদ্ধা করি। গন্ডগোল পাকাবেন না। আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। যদি সংবিধানবিরোধী হয়। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ফেলবেন না। আপনারা পার্টি গোছান। আমরা মন্ত্রণালয় থেকে হেল্প করব।’