প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
সোমবার (৩১ জুলাই) দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে প্রধান বিচারপতির চেম্বারে যান সিইসি।
তবে ঠিক কি কারণে তিনি এসেছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসেই ভেতরে প্রবেশ করেন সিইসি। এ সময় হঠাৎ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের কারণ জানতে চাওয়া হলেও সাংবাদিকদের তাৎক্ষণিক কোনো জবাব দেননি তিনি।
তবে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
আগামী ডিসেম্বরে ১২তম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের আগেই অবসরে যাবেন প্রধান বিচারপতি। এর মধ্যেই সোমবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গেলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।