ইসি আলমগীর বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নতুন করে ইভিএম কিনতে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ চাওয়া হয়েছে।’
এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘মধ্য জানুয়ারির মধ্যে টাকা ছাড় হলে দুই লাখ ইভিএম কিনে দেড়শ আসনে ভোট নেওয়া সম্ভব। তবে, সম্পূর্ণ টাকা পাওয়া না গেলে বা জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারিতে টাকা ছাড় হলে ইভিএমে দেড়শ আসনে ভোট নেওয়া সম্ভব হবে না।’