ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বন্যা পরিস্থিতির অবনতি, আসাম ও মেঘালয়ে ৩১ জনের মৃত্যু

খবর প্রতিবেদন
জুন ১৮, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

আসাম ও মেঘালয়ের প্রধান নদীগুলোর পানির স্তর বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। এরই মধ্যে বন্যার কারণে এ দুই রাজ্যে ৩১ জনের মৃত্যু হয়েছে। অবিরাম বৃষ্টির ফলে দুই রাজ্যের অনেক জায়গায় ভূমিধসের ঘটনাও ঘটেছে।

আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসাম রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া আসামে গত দুই দিনে বন্যায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে মেঘালয় প্রশাসন গত ২ দিনে ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে গণমাধ্যমকে।

বন্যাকবলিত জেলাগুলোয় প্রশাসন সতর্কতা জারি করেছে, জরুরি প্রয়োজন না হলে বা কোনও মেডিকেল বিষয়ক প্রয়োজন না হলে লোকজনকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানান হয়েছে।

এদিকে জানা যায়, টানা তৃতীয় দিনের মতো জলাবদ্ধতার কারণে আসামের রাজধানী গুয়াহাটির বেশিরভাগ অংশ স্থবির হয়ে পড়েছে। গুয়াহাটি শহরেও বেশ কয়েকটি ভূমিধসের খবর পাওয়া গেছে এবং নুনমতি এলাকার অজন্তানগরে তিনজন আহত হয়েছেন।
খবর এনডিটিভি