ঢাকা১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বাঁধ খুলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে বিচার চাইবে হেফাজত

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৭, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুর রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে, ভারত কোন কিছু না বলে না জানিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। আমরা এই বিষয়ে আন্তর্জাতিক মহলে বিচারপ্রার্থী হব। আমরা দেশ ও ইসলামের জন্য যেকোন ভূমিকা নিতে প্রস্তুত রয়েছি।

মঙ্গলবার দুপুরের দিকে তিনি ফেনী জেলা হেফাজতে ইসলামের ত্রাণ কার্যক্রম ও বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ফেনীতে হেফাজতের ইসলামের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত ২০টি টিম বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ৫০ হাজারেরও বেশি মানুষের হাতে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন। সারা দেশ থেকে সহায়তা আসছে, আরো অনেক বেশি সহায়তা প্রয়োজন। তাই দেশের সর্ব শ্রেণীর মানুষকে বিপর্যস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান হেফাজতে ইসলামের এই নেতা।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী, যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্যাহ, অর্থ সম্পাদক মুফতি মনির কাসেমী, জেলা সভাপতি মাওলানা ইসমাঈল হায়দার ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।