ঢাকা২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিআরটিসি বাসের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় চিঠি

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২২ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিএ) কুমিল্লা বাস ডিপোর পক্ষ থেকে গুলিস্থানে স্ট্যান্ড করে রাখা বাসের নিরাপত্তা চেয়ে রাজধানীর পল্টন মডেল থানায় একটি চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকালে পল্টন থানায় চিঠিটি পৌঁছে দেন বিআরটিসির বাস ইজারা নেওয়া দুই ব্যক্তি। পল্টন থানায় চিঠি দিয়ে ফেরার পথে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের তল্লাশির মুখে পড়েন তারা। এ সময় বিষয়টি জানা যায়।

কুমিল্লা বিআরটিসির বাস ডিপোর ম্যানেজার (অপারেশন) প্রকৌশলী মো. কামরুজ্জামানের সই করা চিঠিতে এই নিরাপত্তা চাওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘উপরোক্ত বিষয়ের আলোকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বিআরটিসি একটি রাষ্ট্রায়ত্ত সেবামূলক পরিবহন প্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে অত্র ডিপোর নিয়ন্ত্রণাধীন বাস দ্বারা দীর্ঘদিন যাবৎ ‘চান্দিনা টু গুলিস্তান’ ও ‘বোয়ালমারী টু গুলিস্তান’ রুটের সম্মানিত যাত্রী সাধারণদের পরিবহন সেবা প্রদান করা হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘ওই রুটে পরিচালিত বাসগুলো নির্ধারিত ট্রিপ শেষে দিনে এবং রাতে গুলিস্তান-ফুলবাড়িয়া এবং গুলিস্তান পার্কের পাশে অবস্থান করে। ওই বাসগুলোর (সরকারি সম্পত্তি) পর্যাপ্ত নিরাপত্তার জন্য আপনার প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন।’

এ বিষয়ে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনও পর্যন্ত আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে দেখবো।’