ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিচারপতি মানিক ও সালমানকে নিয়ে সমালোচনা, মাদরাসা শিক্ষক বরখাস্ত

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ৩, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সালমান এফ রহমানকে নিয়ে সমালোচনা করায় নড়াইলে মুফতি এম হেদায়েত হোসাইন নামে এক মাদরাসা শিক্ষক ও ইমামকে বরখাস্ত করার অভিযোগ উঠেছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) ওই শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলে এ তথ্য জানাজানি হয়।

এর আগে, রোববার (০১ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার উজিরপুর নুরানি মাদরাসায় ঘটনা ঘটে৷ এদিনই ওই মসজিদ-মাদরাসা ছাড়েন হেদায়েত হোসাইন।

ভুক্তভোগী মুফতি এম হেদায়েত হোসাইন ওই মাদরাসার শিক্ষক এবং মাদরাসা সংলগ্ন উজিরপুর দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করতেন। সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেদায়েত হোসাইন ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের কাজ করেছিলেন। তখন থেকে মসজিদ কমিটির লোক তাকে চাপ দিতে থাকেন৷ এরপর তিনি আওয়ামী লীগ সরকার পতনের দিন মসজিদের মুসল্লিদের মিষ্টিমুখ করিয়েছিলেন। তারপর থেকে জুমার খুতবায় দুর্নীতিবাজ মন্ত্রীদের বিরুদ্ধে, বিশেষ করে সালমান এফ রহমান ও বিতর্কিত সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়ে সমালোচনা করেন। এরপর তাকে মাদরাসার শিক্ষক ও মসজিদের ইমামতির পদ থেকে বরখাস্ত করে ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি।

এদিকে অভিযোগের ব্যাপারে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলী বলেন, ওই শিক্ষকের পড়ানো নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের অভিভাবকদের অসন্তোষ ছিল। এ জন্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে বাদ দেওয়া হয়েছে।