ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তিতের পদত্যাগ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ১০, ২০২২ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রোয়েশিয়ার কাছে হেরে ব্রাজিলের হেক্সা মিশন শেষ হয়েছে। কোয়ার্টার ফাইনালে দলের এমন বিদায়ের পর পদত্যাগ করেছেন ব্রাজিলের কোচ তিতে। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে টান টান উত্তেজনার ম্যাচ অতিরিক্ত সময়ে ১-১ গোলে শেষ হয়। এরপর টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দলের হারের পরপরই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই চক্রের সমাপ্তি এখানেই।

তিতে বলেন, আমি এক দেড় বছর আগে যা বলেছি (বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ব) সেই কথা থেকে সরে আসছি না। নাটকের কোনো প্রয়োজন নেই। আরও অনেক ভালো পেশাদার মানুষ আছেন যারা আমার জায়গায় আসতে পারেন। এই চক্রের সমাপ্তি এখানেই।

২০১৬ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন ৬১ বছর বয়সী তিতে। ২০১৯ সালে তার অধীনে কোপা আমেরিকা জেতে ব্রাজিল। কিন্তু ২০১৮ বিশ্বকাপেও তিতের অধীনেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয়েছিল সেলেসাওদের।