ঢাকা৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৩ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আব্দুস সাত্তার ভূঁইয়াসহ দুই প্রার্থীর প্রতীক পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রতীক পরিবর্তনের বিষয়টি জানা যায়।

এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে ডাব প্রতীক পরিবর্তন করে কলার ছড়ি এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে সিংহ প্রতীক পরিবর্তন করে আপেল দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম জানান, ভুলবশত এই দুই প্রার্থীর প্রতীক স্বতন্ত্র প্রতীকগুলোর বাইরে পড়ে গিয়েছিল। তাই তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনকে সামনে রেখে পাঁচজন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।