ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল প্রশ্নফাঁস : ডাঃ তারিমসহ ৬ জন রিমান্ডে

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের প্রধান ডাঃ ইউনুচ উজ্জামান খান তারিমসহ তিনজনকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চারদিন করে রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ডাঃ অনিমেষ কুমার কুন্ডু ও ডাঃ কে এম বশিরুল হক।

ডাঃ জাকারিয়া আশরাফসহ তিনজনকে দু’দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। দু’দিনের রিমান্ডের অন্য আসামিরা হলেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা মাকসুদা আক্তার মালা ও জাকিয়া ফারইভা ইভানা।

এছাড়াও চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন ডাঃ মুসতাহিন হাসান লামিয়া (২৫), ডাঃ নাজিয়া মেহজাবিন তিশা (২৪), মৈত্রী সাহা (২৭) ও ডাঃ সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫)। পরে তাদেরকে কারাগারে নেয়া হয়।

রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা।

অন্যদিকে আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিনজনের চারদিন ও তিনজনের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া চার আসামির রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় মোট ১৭ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২২ আগস্ট আদালতে স্বীকারোক্তি দেন ডাঃ শর্মিষ্ঠা মন্ডল ও ডাঃ লুইস সৌরভ সরকার।

দেশের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়মিত প্রশ্নফাঁসকারী সিন্ডিকেটের খোঁজ পায় সিআইডির সাইবার পুলিশ। এ ঘটনায় ২০২০ সালের ২০ জুলাই মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়। পাবলিক পরীক্ষা আইনের-৪/১৩ তৎসহ ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা করা হয়। এ মামলার তদন্তে তাদের নাম আসায় তাদের গ্রেফতার করে সিআইডি।