রাজধানীর সূত্রাপুরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৫ বছরের যুবক নাদিমুল ইসলাম এলেম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের মা কিসমত আরা।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী কিসমত আরা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য সাঈদ খোকন, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু প্রমুখ।
মামলায় বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল তিনটা থেকে চারটার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিল। সেখানে থাকা বাদীর ছেলে নাদিমুল ইসলাম এলেম গুলিবিদ্ধ হন। গুলি এলেমের চোখ ভেদ করে ভেতরে ঢুকলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এলেম। তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরাও মৃত ঘোষণা করেন।
মামলায় অভিযোগ করা হয়—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ হত্যাকাণ্ড ঘটে।