ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী লালু হত্যায় শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৯, ২০২৪ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

কোটা সংস্কার আন্দোলনে মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৯ম শ্রেণির শিক্ষার্থী লিটন হাসান লালু হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৪৮ জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।

আজ সোমবার (১৯ আগষ্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হয়। এর প্রেক্ষিতে বাদীদের জবানবন্দি রেকর্ড করে মিরপুর মডেল থানাকে আগামী ২২ আগষ্টের মধ্যে মামলা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত।

এসময় ভুক্তভোগীর আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানী বলেন, গত ৪ আগষ্ট মিরপুর এলাকায় পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে শিক্ষার্থী লিটন হাসান লালু ভর্তি পরীক্ষায় হয় রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগষ্ট তিনি মারা যায়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে গত সাত দিন মোট ১৬টি মামলা হয়েছে। এর মধ্যে ১৩টি হত্যা, একটি গণহত্যা, একটি অপহরণ ও একটি হত্যাচেষ্টা মামলা।