ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বোন রেহানাসহ বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। তবে শেখ হাসিনা ভারতেই থাকবেন নাকি অন্য কোথাও আশ্রয় নেবেন, তা-ও এখন পর্যন্ত স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে হায়দরাবাদ থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসিকে বলেন, যেকোনো দেশের কূটনীতিক সম্পর্ক দেশের সঙ্গে দেশের হওয়া উচিত, কিন্তু মোদি একে ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে এনে নেতার সঙ্গে নেতার সম্পর্ক করেছেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, মোদি সরকার বাংলাদেশের জনগণকে সমর্থন করছে না? কেন তারা একজন ক্ষমতাচ্যুত নেতাকে সমর্থন করছে?
ওয়াইসি বলেন, এখন যদি বাংলাদেশের নতুন সরকার মামলার জেরে ভারতের কাছে বাংলাদেশ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন করে, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বলে, তাহলে আপনি কী করবেন? ওয়াইসি আরও বলেন, ‘আপনি (মোদি) কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন?’
আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ভারতের কূটনীতিক পলিসির কারণে ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব হারাচ্ছে। এ সময় তিনি মালদ্বীপ, শ্রীলঙ্কা মিয়ানমারের সঙ্গে ভারতের সম্পর্কের কথাও উল্লেখ করেন।
এর আগে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছিলেন ওয়াইসি। ৮ আগস্টের ওই পোস্টে সংখ্যালঘুদের ওপর হামলার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি হিন্দুদের বাড়ি-ঘর ও মন্দির রক্ষায় মুসলিমদের এগিয়ে আসার প্রশংসাও করেছিলেন তিনি।