নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আহসান কবির শরীফ নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শামীম ওসমানসহ ১২৩ জনকে।
শনিবার (২৪ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন নিহত আহসান কবির শরীফের বাবা হুমায়ুন কবির।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে পিডিকে পেট্রলপাম্পের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আহসান কবির শরীফ।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাচঁপুরে গুলিবিদ্ধ হয়ে পরিবহন শ্রমিক আশিক নিহতের ঘটনায় শুক্রবার (২৩ আগস্ট) শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, শামীম ওসমানসহ আরও ১২২ জনকে আসামি করে মামলা করেন তার মা কুলসুম বেগম।
তারও আগে সিদ্ধিরগঞ্জে হীরাঝিল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গত বুধবার (২১ আগস্ট) শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের নামে মামলাটি দায়ের করেন নিহতের ছোট ভাই সাখাওয়াত হোসেন।