ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না: প্রভা

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রভা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। মুহূর্তটা যে বেশ সুখকর তা প্রভার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। ওই ভিডিও থেকে ভেসে আসা একটি পুরুষ কণ্ঠ।

শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

এদিকে প্রভার ওই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করেছেন অনুরাগীরা। অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করেছেন বিষয়টি। সেইসঙ্গে অনেকে প্রিয় তারকাকে পর্দায় নিয়মিত দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।