ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মন্ত্রীর বাসায় যুবদলের নামে ছাত্রলীগের চাঁদাবাজি, থানায় সোপর্দ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী যুবদল নেতা পরিচয়ে সাবেক এক মন্ত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক হয়েছেন গুলশান থানা ছাত্রলীগের এক নেতাসহ পাঁচজন। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে যুবদলের নাম ভাঙিয়ে গুলশান-২ নম্বরের ৬২ নম্বর রোডে আওয়ামী লীগের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল।

পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বিরসহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে উত্তম-মধ্যম দিয়ে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরিফ উদ্দিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন। তবে আটক ছাত্রলীগ নেতা কোন পদে আছেন তা জানাতে পারেননি জুয়েল।