খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) অপসারিত মেয়র তালুকদার আবদুল খালেকের ঠিকাদারি কাজের অংশীদার মেসার্স হোসেন ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। একই সঙ্গে ১২ জন ঠিকাদারকে শোকজ করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার থেকে পর্যায়ক্রমে সবাইকে চিঠি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রকৌশলী বিভাগের একটি সূত্র। এর আগে মঙ্গলবার কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সঙ্গে প্রকৌশলীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রটি জানিয়েছে, মেয়রের দায়িত্ব পালন অবস্থায় গত ৬ বছর ধরে কেসিসির ঠিকাদারি কাজ করতেন তালুকদার আবদুল খালেক। মেসার্স হোসেন ট্রেডার্স, আজাদ ইঞ্জিনিয়ার্স ও মেসার্স তাজুল ইসলাম নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে তিনি কাজগুলো করতেন। এই কাজ দেখাশোনা করতেন হোসেন ট্রেডার্সের মালিক এইচ এম সেলিম। খুলনায় তিনি সেলিম হুজুর হিসেবে সবার কাছে পরিচিত।
কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, সেলিম হুজুরের মালিকানাধীন মেসার্স হোসেন ট্রেডার্সকে এক বছরের জন্য কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া আরও ১২ ঠিকাদারকে শোকজ করা হবে। তারা হলেন আজাদ ইঞ্জিনিয়ার্স, মেসার্স তাজুল ইসলাম, শাহীদ এন্টারপ্রাইজ, মেসার্স রোজা এন্টারপ্রাইজ, টুটুল এ্যান্ড কোং, এফ এম বিল্ডার্স, রকি এন্টারপ্রাইজ, রহমান এ্যান্ড ব্রাদার্স, মাসুদ এন্টারপ্রাইজ, আবুল হোসেন কোং ও জিয়াউল ট্রেডার্স। এছাড়া জিয়াউল ট্রেডার্সের আরেকটি কাজ বাতিল ও ফার্মটি ৬ মাসের জন্য কালো তালিকার্ভুক্ত করা হয়েছে।
তিনি বলেন, কাজ নিয়ে দীর্ঘদিন ফেলে রাখা এবং মানুষের দুর্ভোগ দৃষ্টি করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।