তুরস্ক সিরিয়ায় সংযত এবং অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের ওপর তুরস্কের বিমান হামলা চালানো এবং স্থল হামলার হুমকির প্রেক্ষিতে মঙ্গলবার রাশিয়া এ আশা প্রকাশ করে।
সিরীয় বিষয়ে রাশিয়া, তুরস্ক ও ইরান এই তিন দেশের বৈঠকে যোগ দিতে কাজাখ রাজধানী আস্তানায় অবস্থানরত আলেকজান্ডার লাভরেন্টিয়েভ আরও বলেন, ‘বড়ো ধরনের স্থল হামলা থেকে বিরত রাখতে রাশিয়া মাসের পর মাস ধরে সম্ভাব্য সবকিছু করছে।’
সিরীয় যুদ্ধের মূল তিন খেলোয়াড় এই তিন দেশ। দেশটিতে ২০১১ সাল থেকে চলা যুদ্ধে প্রায় পাঁচ লাখ লোক নিহত হয়েছে।