ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

সূরা নিসার যে আয়াতে একসঙ্গে ১২জন নবীর কথা বর্ণিত হয়েছে

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩১, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য নবী-রাসূল পাঠিয়েছিলেন। নবী রাসূলদের কাজ ছিল মানুষকে সরল-সঠিক পথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে বিরত রাখা।

আল্লাহ তায়ালা মানুষের হেদায়েতের জন্য যেই নবী-রাসূলদের প্রেরণ করেছিলেন তাদের অনেকের কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। তবে পবিত্র কোরআনে সূরা নিসার একটি আয়াতে আল্লাহ তায়ালা একইসঙ্গে ১২জন নবীর কথা উল্লেখ করেছেন। আয়াতটি হলো—

اِنَّاۤ اَوۡحَیۡنَاۤ اِلَیۡكَ كَمَاۤ اَوۡحَیۡنَاۤ اِلٰی نُوۡحٍ وَّ النَّبِیّٖنَ مِنۡۢ بَعۡدِهٖ ۚ وَ اَوۡحَیۡنَاۤ اِلٰۤی اِبۡرٰهِیۡمَ وَ اِسۡمٰعِیۡلَ وَ اِسۡحٰقَ وَ یَعۡقُوۡبَ وَ الۡاَسۡبَاطِ وَ عِیۡسٰی وَ اَیُّوۡبَ وَ یُوۡنُسَ وَ هٰرُوۡنَ وَ سُلَیۡمٰنَ ۚ وَ اٰتَیۡنَا دَاوٗدَ زَبُوۡرًا

নিশ্চয় আমি তোমার নিকট ওহী পাঠিয়েছি, যেমন ওহী পাঠিয়েছি নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট এবং আমি ওহী পাঠিয়েছি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকূব, তার বংশধরগণ, ঈসা, আইয়ূব, ইউনুস, হারূন ও সুলায়মানের নিকট এবং দাঊদকে প্রদান করেছি যাবূর। (সূরা নিসা, আয়াত : ১৬৩)

এই আয়াতে আল্লাহ তায়ালা সরাসরি ১১ জন নবীর নাম উল্লেখ করেছেন। তবে এখানে নবী মুহাম্মদ সা.-এর নাম সরাসরি উল্লেখ না করলেও তাকে সম্বোধন করা হয়েছে আয়াতের শুরুতেই। সেদিক থেকে এখানে মোট ১২জন নবীর কথা উল্লেখ করা হয়েছে। তারা হলেন

১. হজরত মুহাম্মদ সা.।২. হজরত নূহ আ.। ৩. হজরত ইবরাহীম আ.।৪. হজরত ইসমাঈল আ.। ৫. হজরত ইসহাক আ.। ৬. হজরত ইয়াকূব আ.। ৭. হজরত ঈসা আ.। ৮. হজরত আইয়ূব আ.। ৯. হজরত ইউনুস আ.। ১০. হজরত হারূন আ.। ১১. হজরত সুলায়মান আ.। ১২. হজরত দাঊদ আ.।

এ আয়াতে বলা হয়েছে যে, পূর্ববতী নবীগণের প্রতি যেমন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছিল, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও তেমনি আল্লাহ্ তা’আলা ওহী নাযিল করেছেন। অতএব, পূর্ববর্তী নবীগণকে যারা মান্য করে, তারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কেও মান্য করতে বাধ্য। আর যারা তাকে অস্বীকার করে তারা যেন অন্যসব নবীকে এবং তাদের প্রতি প্রেরিত ওহীকেও অস্বীকার করলো।