গুলি করে হত্যাচেষ্টার পর প্রথমবার সমাবেশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগাম জাতীয় নির্বাচনের দাবিতে তার দল পিটিআইয়ের দু’টি প্রদেশের এমপিরা পার্লামেন্ট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইমরান। মৃত্যুর ভয় না করে আন্দোলন চালিয়ে যেতে সমর্থকদের আহবান জানিয়েছেন তিনি।
নিজের ওপর হামলাসহ বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন সরকারের প্রতি ক্ষোভ ঝাড়েন ইমরান। পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার এমপিরা আঞ্চলিক ও জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি।
সেইসাথে নিজেদের শাসনামলে দুর্নীতি ঠেকাতে ব্যর্থতার কথাও স্বীকার করেছেন ইমরান।
লংমার্চ নিয়ে ইসলামাবাদ যাওয়ার পরিকল্পনা বাদ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, দেশে নতুন করে কোনো অস্থিরতা তৈরি হোক এটা চান না। জানিয়েছেন, আগাম নির্বাচন নিয়ে আর ভাবছে না তার দল, নয় মাস পর এমনিতেই নির্বাচন।
ভবিষ্যতে যেকোনো নির্বাচনে তেহরিক-ই-ইনসাফ জয়ী হবে বলে আত্মবিশ্বাসী ইমরান খান।