ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

হাসিনা, মেনন ও ইনুসহ ৫০০ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২১, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ এসব সংগঠনের অঙ্গসংগঠন এবং অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদ উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শেখ শাহরিয়ার বিন মনিনের পিতা মো. আবদুল মতিনের পক্ষে এই আবেদন করেন।

গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মৃত্যুবরণ করেন।

আবেদনটি বলছে, ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নির্দেশে এবং পুলিশ, র‍্যাব, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারী নেতাদের দ্বারা আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণ করা হয়। এতে কমপক্ষে ৮১৯ জন নিহত হন।

এ ঘটনায় প্রায় ২০ হাজার ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন এবং এক হাজার জন চিরতরে অন্ধ ও পঙ্গু হন। কয়েক হাজার ছাত্র-জনতা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া আন্দোলনকারী ৩২ জন শিশু গণহত্যার শিকার হন।