দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় গংউন প্রদেশের উপকূলীয় ইয়াজিয়াং কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। খবর সিনহুয়ার।
ইয়োন হাপ জানায়, দমকল বাহিনীর কর্মীরা হেলিকপ্টারের আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে পাঁচটি লাশ উদ্ধার করেছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং তাতে আগুন ধরে যায়।
বনভূমির দাবানল নিয়ন্ত্রণে অভিযান চালানোর সময় ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়।