ছোট্ট ইহান, বয়স ছয় বা সাত বছর। এই বয়সেই প্লাস্টিকের ব্যাংকে তিন বছর ধরে জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে ভালোবাসা কুড়াচ্ছে ছোট্ট এ শিশু।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ইহান তার জমানো সব টাকা বন্যার্তদের জন্য দান করে দেয়।
তবে ইহানের টাকার পরিমাণ কত, তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কালেকশন বুথ থেকে প্রকাশ করা হয়নি।
ঢাবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইবরাহীম মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এক পোস্টে লেখেন, ‘ছয়/সাত বছরের পিচ্চি ইহান। গত ৩ বছরে জমানো তার সব টাকা প্লাস্টিকের ব্যাংকসহ টিএসসির ত্রাণ সংগ্রহ বুথে দিয়ে দিচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়াবে বলে! এই বাংলাদেশটা মনে হয় জিতে গেছে। এমন বাংলাদেশ কেউ আর কখনোই দেখেনি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক এ বি জুবায়ের ছোট ইহানের ছবি ফেসবুক পোস্টে দিয়ে লেখেন, ‘যা কিছু সুন্দর। তিন বছর ধরে প্লাস্টিকের ব্যাংকে জমানো সব টাকা নিয়ে টিএসসিতে হাজির ৭ বছরের ইহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ বুথের মাধ্যমে এ টাকা সে পৌঁছে দিতে চায় বন্যার্তদের সাহায্যে।’
মন্তব্যের ঘরে আশরাফুল ইসলাম লিখেন, ‘সাবাস বেটা! মানবতার কাণ্ডারি হবি বড় হয়ে। দুর্নীতি আর বৈষম্যের সঙ্গে আপস করবি না কখনো। তোর দেশ তুই তোর মতো করে গড়ে নিবি; পেছনে আছি আমরা লাখো পিতা।’