ঢাকা২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

অর্থাভাবে নির্বাচনে অংশ নেবেন না ভারতের অর্থমন্ত্রী

জনবার্তা প্রতিবেদন
মার্চ ২৮, ২০২৪ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচন করার মতো অর্থ না থাকার কারণে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ দেশটির লোকসভা নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির হয়ে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু থেকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অর্থ সংকটে থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার এক সম্মেলনে নির্মলা সীতারামণ বলেন, ‘নির্বাচন করার মতো পর্যাপ্ত অর্থ আমার নেই। এ ছাড়া অন্ধ্রপ্রদেশ নাকি তামিলনাড়ু এটি নিয়েও আমার সমস্যা আছে। নির্বাচনে জয় পাওয়ার যে কয়েকটি নির্ণায়ক রয়েছে সেগুলো নিয়েও প্রশ্ন রয়েছে।’

বিজেপির সভাপতি জেপি নাড্ডা তাকে হয় অন্ধ্রপ্রদেশ না হয় তামিলনাড়ু এই দুই জায়গার যেকোনো একটি থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তাব দেন বলে জানান সীতারামণ।

অর্থমন্ত্রী হয়ে কেন নির্বাচন করার মতো টাকা নেই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের অর্থসম্পদ আমার নয়। আমার বেতন, আমার আয় এবং আমার সঞ্চয় আমার এবং এগুলো ভারতের সম্পদ নয়।’