ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে চেকে তোলা যাবে নগদ ৫ লাখ টাকা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ৩১, ২০২৪ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ব্যাংক থেকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও এক লাখ টাকা বাড়লো বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের প্রথম দিন রোববার থেকে নগদ ৫ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত সপ্তাহে ব্যাংক থেকে নগদ সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সুযোগ ছিল। নতুন এই সিদ্ধান্ত শনিবার সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে।

গণআন্দোলনের মুখে সরকার পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং সেদিনই ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

আগামী সপ্তাহ থেকে চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংক থেকে বেশি বেশি টাকা তোলা শুরু হয়। তারপরই বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি বিভাগ নগদ টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে নির্দেশনা দেয়।