ঢাকা৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে জিলহজ, ১৪৪৫ হিজরি ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৪, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফুল ইসলাম ওরফে বুশ ওই এলাকার গোলাম মস্তফার ছেলে। তবে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ আরিফুল এলাকার চিহ্নিত চোর। চুরির পর তাকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গেল মঙ্গলবার রাতে মহিসকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে চোর সন্দেহে বুশকে আটকিয়ে বুধবার দিবাগত রাতে মারধর করে গোলাম ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এই বুশ একজন পেশাদার চোর ও নেশা অগ্রস্থ দাবি তাদের।

এবিষয়ে প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেছে গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম আজ সকালে মারা গেছে।

ওসি মাহাবুবুর রহমান বলেন, চুরির অপরাধে আরিফুল ইসলাম নামের এক চোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী ও চুরি হওয়া ওই পরিবারের সদস্যরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।