ঢাকা২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই জিলহজ, ১৪৪৫ হিজরি ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় কখন কোথায় ঈদের জামাত

জনবার্তা প্রতিবেদন
জুন ১৬, ২০২৪ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আযহা আগামীকাল সোমবার। মুসলমানদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে সারাদেশে উদ্যাপিত হবে। ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করবেন ধর্মীয় দ্বিতীয় বৃহত্তম এ উৎসব। খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮ টায় খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮ টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় জামাত

সকাল ১০টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে পবিত্র ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮ টায় ১ম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মাওলানা ইমরান উল্লাহ এবং সকাল ৯ টায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাকির হুসাইন।

খুলনা আলিয়া মাদ্রাসা মডেল মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়।

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সোয়া ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সরকারি ব্রজলাল (বিএল) কলেজ কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের জামাত সকাল ৭ টায়,তাবলীগ মসজিদ, পাবলা কারিকর পাড়া পুরাতন জামে মসজিদ ঈদের জামাত সকাল সাতটায় হবে।

এছাড়াও পাবলা নতুন রাস্তা কবরস্থান জামে মসজিদ ঈদগাহে প্রথম জামাত সকাল ৬.৪৫ মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বসুপাড়া বাঁশতলার বায়তুন নাজিয়া জামে মসজিদ এবং বরকতিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ময়দানে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মসজিদে আরাফাতে ঈদের নামাজ ৬.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। মসজিদে মিনায় ঈদের জামাত সকাল ৭-৪৫ মিনিটে, ইকবাল নগর মসজিদে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে।

বাইতুল মিরাজ জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

অনুরূপভাবে জেলার নয় উপজেলায় ঈদগা ও মসজিদ কমিটির নির্ধারিত সময় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।