ঢাকা১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ঘর থেকে বৃদ্ধার হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় নিজ ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধার নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী তিনি।

স্থানীয়রা জানায়, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন। তাঁর একমাত্র ছেলে রায়হান এনবিআরের ইন্সপেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বাস করেন। আজ শুক্রবার সকালে তাঁর বাড়ির গৃহপরিচারিকা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন। তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর সন্দেহ হয়। তিনি আশপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখতে পান, গুলফার নাহারের দেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।