ঢাকা২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে জিলহজ, ১৪৪৫ হিজরি ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য নিহত

জনবার্তা প্রতিবেদন
জুন ২৫, ২০২৪ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সোয়া ১১টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে মো. আরিফ হোসেনকে (৪০) সন্ত্রাসীরা একটি কালো রঙের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে এলোপাথাড়ি গুলি করে দ্রুত পালিয়ে যায়। এতে তার মাথার বাম কানের পাশে, বুকের বাম পাশে ও বাম বোগলের নিচে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন ৩৩নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, রাত ১১টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। আমরাও ঘটনাস্থলে এসেছি।