ঢাকা১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জিলকদ, ১৪৪৫ হিজরি ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ আটক ২

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৮, ২০২৪ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (২৭ এপ্রিল) নগরীর শহীদ হাদিস পার্কে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো নওয়াপাড়ার মো. কাশেম বিশ্বাস ছেলে মো. রুবেল বিশ্বাস (৩০) ও নওয়াপাড়া মো. আসাদুল বিশ্বাস ছেলে মো. আকাশ বিশ্বাস (২২) । এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৬ হাজার জাল টাকাসহ ৪টি মোবাইলফোন ও ৫টি সিমকাড জব্দ করা হয়। আজ রোববার (২৮ এপ্রিল) র‌্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ জাল টাকা দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এ তথ্যের ভিতিত্তে ঘটনার সত্যতা যাচাই ও আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ হাদিস পার্কে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। এসময় জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদেরকে খুলনার খুলনা সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।