ঢাকা২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থ বানিজ্য
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. এভিয়েশন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জব মার্কেট
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশবাংলা
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
বিজ্ঞাপন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে প্রাণে বাঁচলেন ১৯৮ জন বিমানযাত্রী

জনবার্তা প্রতিবেদন
মে ১০, ২০২৪ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

যান্ত্রিক ত্রুটি নিয়ে এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি অবতরণ করে। সেখানে ১৯১ জন যাত্রীসহ সাতজন ক্রু ছিল।’

জানা গেছে, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসছিল। এরমধ্যে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটের ত্রুটির সংকেত পাঠানো হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে। এরপর পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানান, হাইড্রলিক প্রেসারজনিত কারণে স্বাভাবিক ল্যান্ড করার পর উড়োজাহাজটি রানওয়েতে আটকে যায়। তবে এর আগে সম্ভাব্য দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করি। বিমানটি রানওয়েতে আটকে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হয়।